আনসার-ভিডিপির ০৪ দলনেতাকে অপসারণ

 


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকা, বিভিন্ন ধরনের উস্কানি প্রদান, নীতি ও আইন বহির্ভূত রাজনৈতিক উদ্দেশ্যমূলক দাবি দাওয়া উপস্থাপন করে বাহিনীর সদস্যদের মাঝে বিভ্রান্তী ছড়ানোর অভিযোগে বাহিনীর ০৪ দলনেতা কে অপসারণ করা হয়েছে। 

 

গত ২৪ অক্টোবর এ পরিচালক (অপারেশনস্) মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী এর স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয় জানানো হয়।


তাদেরকে ইউনিয়ন/ওয়ার্ড (পৌর) দলনেতা/দলনেত্রী (স্বেচ্ছাসেবী) নিয়োগ ও অব্যহতি নীতিমালা-২০২৪ এর পরিশিষ্ট-গ এর ক্রমিক নং-০১ এ উল্লেখিত বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্নকারী কাজ করার অপরাধে অপসারণ করা হয়েছে।


অপসারণ হওয়া দলনেতারা হলেন,

১. জনাব এস এম কামরুল হাসান (আশিক), ওয়ার্ড দলনেতা, সিরাজগঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ।

২. জনাব মোঃ ছৈয়দুল আমিন, ইউনিয়ন দলনেতা, চকরিয়া, কক্সবাজার। 

৩. জনাব মোঃ মতিউর রহমান, ওয়ার্ড দলনেতা, রায়পুরা, নরসিংদী। 

৪. জনাব মাহাবুবুল হক, ওয়ার্ড দলনেতা, খালিশপুর, খুলনা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url