মহাপরিচালক মহোদয়ের বান্দরবান পরিদর্শন
আজ ২৫/০৪/২০২৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিএএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয় ০৪ আনসার ব্যাটালিয়ন, রুমা এবং ১২ আনসার ব্যাটালিয়ন, লামা, বান্দরবান পরিদর্শন করেন। সম্মানিত মহাপরিচালক মহোদয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে রুমা পৌছালে সংশ্লিষ্ট দুইটি ব্রিগেডের বিগ্রেড কমান্ডারদ্বয়, রেঞ্জ কমান্ডার (চট্টগ্রাম রেঞ্জ), সংশ্লিষ্ট জোন কমান্ডার এবং অধিনায়ক ৪ আনসার ব্যাটালিয়ন, মহোদয়কে অভর্থ্যনা প্রদান করেন। অধিনায়কগণ সম্মানিত মহাপরিচালক মহোদয়কে অপারেশনাল কার্যক্রম এবং এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং প্রদান করেন। পরে সম্মানিত মহাপরিচালক মহোদয় ব্যাটালিয়ন দুটির দরবারে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সকল সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রথমে অপারেশন উত্তরণ এর সার্বিক পরিস্থিতি এবং পরে যৌথ বাহিনীর কর্তৃক পরিচালিত ‘Operation Restore Peace' এর কার্যক্রম সম্পর্কে সম্যখ ধারণা লাভ করেন। এসময় মহোদয় সাহসিকতার সহিত অপারেশনাল কার্যক্রমে অংশগ্রহণের জন্য আনসার ব্যাটালিয়নের সৈনিকদের ভূয়সী প্রশংসা করেন এবং উৎসাহ দিয়ে উজ্জীবিত করেন। রুমা জোনের আনসার ব্যাটালিয়ন নামে বরাদ্দকৃত ০৯ একর জমি পরিদর্শন করেন এবং অত্র জমির নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে নির্দেশনা প্রদান করেন। সর্বশেষ সম্মানিত মহাপরিচালক মহোদয় ১২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর, লামা, বান্দরবানে উপস্থিত হয়ে লো-কষ্ট হাউজ, সেমিপাকা ব্যারাক ও প্রশিক্ষণ সেডের শুভ উদ্বোধন করেন।
পরিদর্শনকালীন সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সঙ্গে এছাড়াও উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক (প্রশাসন), অধিনায়ক ১২ আনসার ব্যাটালিয়ন, উপপরিচালক (অপারেশন) সহ বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
.jpg)
.jpg)