নারায়ণগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের মোটরসাইকেল ও স্কুটি বিতরণ
জাতীয় নির্বাচন, আইন শৃঙ্খলা রেলপথে নিরাপত্তা ও সমসাময়িক বিষয়ে আনসার ভিডিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষকা ও ভাতাভোগী সদস্য সদস্যাদের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ আইন শৃঙ্খলা রেলপথে নিরাপত্তা ও সমসাময়িক বিষয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ডার জনাব মো. মাহবুবুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ভিডিপির সদস্যরা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পাশাপাশি সকল ভোটারদের সেবায় নিয়জিত হতে হবে। নির্বাচন কমিশনারকে সবধরনে সহযোগিতা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। দায়িত্ব চলাকালে সকল ভোট কেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা নিরপক্ষ থাকতে হবে।
নারায়ণগঞ্জ জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এর পরিচালনায় নারায়ণগঞ্জ জেলার সকল উপজেলা আনসার ভিডিপির অফিসার উপজেলা ভিডিপি প্রশিক্ষক প্রশিক্ষিকা দলনেতা দলনেত্রী ইউনিয়নের কামান্ডার উপস্থিত ছিলেন এবং উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের মধ্যে বাইক ও স্কুটি বিতরণ করা হয়।
