সদর দপ্তরে কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অদ্য ১০/০৮/২৩ খ্রিস্টাব্দ তারিখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপস কনফারেন্স কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ মহোদয় এবং অত্র বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে 'আনসার ও ভিডিপি এন্টারপ্রাইজ রিসোর্স প্লাটফর্ম সফটওয়্যার উন্নয়ন ও বাস্তবায়ন  এবং 'স্মার্ট আনসার নিরাপদ গ্রাম' শীর্ষক দুইটি কর্ম পরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এ সময় মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি এএফডব্লিউসি পিএসসি পিএইচডি সম্মানিত  মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়, অতিরিক্ত মহাপরিচালক সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিনিয়র সচিব মহোদয় আনসার বাহিনীকে জননিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে তিনি স্কিল বেইজ্ড প্রশিক্ষণ প্রদান এবং যুগোপযোগী উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের জন্য এধরনের কর্ম পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। সর্বশেষ সিনিয়র সচিব মহোদয় এবং জননিরাপত্তা বিভাগের আগত কর্মকর্তাবৃন্দকে মহাপরিচালক মহোদয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url