বিমানবন্দরে আনসার সদস্য কর্তৃক ইয়াবা জব্দ

গত ২৪ জুন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে ব্যাটালিয়ন আনসার রেজি নং ১৯১৮৮৫৪, মোঃ সজিব মোল্লা (৩৮ আনসার ব্যাটালিয়ন) কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ROW-C তে আনুমানিক ২০২০ ঘটিকায় ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট BS-345 দুবাই শারজাগামী এক মহিলা যাত্রীর ব্যাগ স্ক্যানিং এর সময় ৬৭০০ (ছয় হাজার সাতশত) পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ধৃত হয় এবং যাত্রীর ব্যাগের ভিতরে লুকানো ২৩০০০ (তেইশ হাজার) আরব আমিরাত দিরহাম (বাংলাদেশী টাকায় প্রায় ৭০৮৪০০;সাত লক্ষ আট হাজার চারশত ) টাকা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট ব্যাটালিয়ন আনসার সদস্যের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি কর্তৃপক্ষ অদ্য ২৫ জুন'২৩ খ্রিস্টাব্দ তারিখে তাকে প্রত্যয়নপত্র প্রদান করে।