বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দলনেতা-দলনেত্রী/ওয়ার্ড দলনতা-দলনেত্রীদের
এবং উপজেলা ও ইউনিয়ন আনসার কোম্পানী ও প্লাটুন
কমান্ডার এবং সহকারী কোম্পানী/প্লাটুন কমান্ডারগনের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করতে
অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ অসম্মতি জানিয়েছে।
কারন হিসেবে উল্লেখ করা হয়েছে উপররোক্ত
পদধারীরা বাহিনীর নিয়মিত কোন সদস্য নন এবং শুধু সরকারি প্রয়োজনের সময়ই তাদের কাছ থেকে
সরকার সেবা গ্রহন করে থাকে এবং নির্দিষ্ট পরিমান সম্মানি প্রদান করে থাকে। জনননিরাত্তা
বিভাগের ৩০ মার্চ ২০২৩ তারিখের স্মারক নং- ৪৪.০০.০০০০.১১৫.১২.০২৫.১০.৫১ এর ভিত্তিতে
অর্থ বিভাগ এর ৩০ মে ২০২৩ তারিখের স্মারক নং- ০৭.০০.০০০০.১৭২.৩২.০২২.২০.১০৩ তে উপসচিব
মোছাঃ নারগিস মুরশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।