স্থগিত করা হলো আনসার ভিডিপির ৩য় ও ৪র্থ ধাপের প্রশিক্ষন।

বাংলাদেশ আনসার ও ভিডিপি এর উপজেলা/থানা আনসার কোম্পানী কমান্ডার (পুরুষ), ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী দের সক্ষমতা বৃ্দ্ধি এবং দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত ১০ দিন মেয়াদী ৩য় ও ৪র্থ ধাপের প্রশিক্ষণগুলো অনিবার্য কারনবশত স্থগিত করা হয়েছে। গত ০৮ জুন ২০২৩ মোর্শেদা অক্তার, সহকারী অ্যাডজুডেন্ট (যোগাযোগ-টেক) এর স্বাক্ষরিত এক জরুরি বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থগিত করা প্রশিক্ষনগুলোর বিষয়ে ঈদুল আযহা এর পর নতুন তারিখ জানানো হবে।
উল্লেখ করা যায় যে, গত ২১ মে'২৩ থেকে ৩০ মে'২৩ প্রথম ধাপ এবং ৩১ মে'২৩ থেকে ০৯ জুন'২৩ দ্বিতীয় ধাপের প্রশিক্ষন আনসার ভিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুরে সম্পন্ন হয়েছে।
৩১ মে২৩ থেকে ৯মে ২৩ এ আমার আব্বু প্রশিক্ষণ দিছে।
Instructor?