কুমিল্লা রেঞ্জ কর্তৃক আয়োজিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 অদ্য ০১/০৬/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স কক্ষে রেঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতাধীন  দিনব্যাপী অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRS) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে কুমিল্লা রেঞ্জের ৬টি জেলা কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর, ফেনী, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া এবং ৫ ও ১৮ আনসার ব্যাটালিয়নের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 


কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল আওয়াল, পরিচালক ৫ আনসার ব্যাটালিয়ন এবং আনসার ও ভিডিপি, কুমিল্লা রেঞ্জ (অতিরিক্ত দ্বায়িত্ব)। প্রশিক্ষণ কর্মশালায় রেঞ্জ পরিচালক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্ট ডঃ সালমা সিদ্দিক্কা, পরিচালক (সিএইচটি অপস) অভিযোগ প্রতিকার, অভিযোগ দাখিল পদ্ধতি, অভিযোগ যাচাই-বাছাই এবং অনিক ও আপিল দাখিল কার্যপদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url