বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেরা ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান
গত ০৮/০৬/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে আনসার ও ভিডিপি একাডেমিতে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেরা ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি এএফডব্লিউসি পিএসসি পিএইচডি সম্মানিত মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়। এ সময় সম্মানিত মহাপরিচালক মহোদয় বলেন, "ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এক অনন্য নাম। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রেখে আসছে এই বাহিনী। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক সাফল্যের পেছনে এই বাহিনীর ক্রীড়াবিদদের ভূমিকা অনস্বীকার্য।" উল্লেখ্য যে, গত অর্থ বছর বাহিনীর স্থায়ী ও ভাতাভুক্ত ৫৭১ জন ক্রীড়াবিদ দেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব সাফল্যের স্বাক্ষর রাখে। জাতীয় পর্যায়ে ৩০টি প্রতিযোগিতায় অংশ নিয়ে ২৩৪টি স্বর্ণ, ২০৩টি রৌপ্য ও ১২৮টি ব্রোঞ্জপদক জেতেন আনসারের ক্রীড়াবিদরা।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ আনসারের সাবেক এবং বর্তমান প্রখ্যাত ক্রীড়াবিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও গ্র্যান্ড মাস্টার জিয়া, ভারোত্তোলনের মাবিয়া আক্তার সীমান্ত প্রমুখ।
এ সময় সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান বিজিবিএম, পিবিজিএম(বার), বিএএম, এনডিসি, উপমহাপরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) কর্ণেল মো. নাজিম উদ্দিন এবং উপমহাপরিচালক (অপারেশন্স) একেএম জিয়াউল আলম এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




