শফিপুর আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মহোদয়ের দরবার অনুষ্ঠিত।
অদ্য ৩১/০৫/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে ১০:০০ ঘটিকায় আনসার ও ভিডিপি একাডেমিতে মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সম্মানিত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের দরবার অনুষ্ঠিত হয়।
উক্ত দরবারে আনসার ও ভিডিপি সদর দপ্তর ও একাডেমির কর্মকর্তাবৃন্দ এবং একাডেমিতে চলমান বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীসহ ব্যাটালিয়ন আনসারবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে বাহিনীর সদর দপ্তর, সকল রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা যুক্ত হয়েছিলেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দরবারের আনুষ্ঠানিকতা শুরু হয়। দরবারে সম্মানিত মহাপরিচালক মহোদয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারন আনসার, ভাতাভোগী সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় সম্মানিত মহাপরিচালক মহোদয় বাহিনীতে তিনজন পরিচালকবৃন্দের কর্মকাল বিশ বছর পূর্তি হওয়ায় সবুজ কলার জর্জেট ও নতুন র্যাংক ব্যাচ পড়িয়ে দেন। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম(বার), বিএএম, এনডিসি সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক মহোদয়, উপ-মহাপরিচালক (প্রশাসন), উপ-মহাপরিচালক (অপারেশনস) পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।







