দুই বিভাগেই আনসার চ্যাম্পিয়ন-জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ

 জাতীয় সিনিয়র কুস্তির পুরুষ ও নারী- দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। গতকাল শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী খেলা শেষে পুরুষ বিভাগে সাতটি স্বর্ণ এবং একটি করে রুপা ও ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পেয়েছে দুটি স্বর্ণ, চারটি রুপা ও একটি ব্রোঞ্জ। একটি স্বর্ণ এবং চারটি করে রুপা ও ব্রোঞ্জ জিতে তৃতীয় হয়েছে সেনাবাহিনী।

অন্যদিকে মহিলা বিভাগে ছয়টি স্বর্ণ, একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতে সেরা হয় আনসার। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে তিনটি স্বর্ণ ও চারটি ব্রোঞ্জ এবং তৃতীয় হওয়া বাংলাদেশ পুলিশ দল পেয়েছে একটি স্বর্ণ ও পাঁচটি ব্রোঞ্জ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আনসার দলের স্পোর্টস ডিরেক্টর মো. সাজ্জাদুর রহমান। এ সময় কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান উপস্থিত ছিলেন। অন্যদিকে আগের দিন প্রতিযোগিতার খেলাকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে বিচারক ও ম্যাট চেয়ারম্যানের (যিনি সিদ্ধান্ত দেন) মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখা যায়। অবশ্য জাতীয় কোচ আশরাফ আলীর সিদ্ধান্তে পরিবেশ শীতল হয়। জানা গেছে, ৫৭ কেজি ওজন শ্রেণিতে লড়াই করছিলেন সেনাবাহিনীর বিলাল হোসেন ও বিজিবির উজ্জ¦ল মিয়া। একপর্যায়ে দুজনের পয়েন্টই ছিল ৩। তবে কসনের (যার ভয়ে প্রতিপক্ষের কুস্তিগীর পিছিয়ে যায়) দিক দিয়ে এগিয়ে বিলাল হোসেনই। কিন্তু ম্যাট চেয়ারম্যান বিজিবিকে বিজয়ী ঘোষণা করেন। এতেই বাধে যত বিপত্তি। পরে আশরাফ আলীর সিদ্ধান্ত অনুযায়ী বিলালকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে অবশ্য এসব সমস্যা সমাধান করতে ম্যাট চেয়ারম্যানের চেয়ারে নিজেই গিয়ে বসেন এক সময়ের ঢাকার অন্যতম পালোয়ান এবং কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url