বন্যায় ক্ষতিগ্রস্ত ফয়েজকে ঘর করে দিচ্ছে আনসার ভিডিপি

 


সম্প্রতি কুমিল্লায় হওয়া ভয়াবহ বন্যায় গোমতী নদীর বাঁধ ভেঙে বসতঘর হারান ফয়েজ উদ্দীন নামের এক ব্যক্তি। তাকে পুনরায় ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

ফয়েজ উদ্দীনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামে। গত ২৩ আগস্ট রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় ওই এলাকার শত শত বাড়িঘর। এসব বাড়িঘরের মধ্যে ছিল ফয়েজের বসতঘরও।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়েজ উদ্দীনের ঘর হারানোর বিষয়টি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নজরে আসে। তিনি কুমিল্লার রেঞ্জ কমান্ডারকে দ্রুত ফয়েজ উদ্দীনের বাড়ি পুনর্নির্মাণ করার নির্দেশনা দেন।

এরই প্রেক্ষাপটে মঙ্গলবার ফয়েজ উদ্দীনের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, বুড়িচং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিন আক্তার প্রমুখ।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর কুমিল্লা ও ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।


©Bangla News 24

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url