আনসার দলনেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ

বহিষ্কৃত ওয়ার্ড দলনেত্রী জ্যোৎস্না বেগম জোনাকী কর্তৃক হবিগঞ্জ  জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ ভুল তথ্য দিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ সম্মেলন করার অভিযোগ উঠেছে। গতকাল বিকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা। লিখিত বক্তব্যে তিনি জানান, আনসার সদস্য জোৎস্না বেগম  জোনাকী দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। শারদীয় দুর্গাপূজা ২০২৪-এর হবিগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সদস্য-সদস্যা বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়। বাছাই কার্যক্রমের দিন আনসার কর্মকর্তাগণের সঙ্গে মনোনীত লোক  দেয়া নেয়া নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। হবিগঞ্জ সদর উপজেলার ২৬ জন ভাতাভুক্ত সদস্য জোনাকীর বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের বিষয়টি তিনি জানতে  পেরে সদর উপজেলার অফিস কক্ষে এসে ভাতাভুক্ত সদস্য ইলিয়াস আলীকে অতর্কিত হামলা চালিয়ে আহত করেন। আর্থিক লেনদেনসহ নিজেদের মধ্যে মারামারি করে ইউনিয়ন দলনেতা ইলিয়াস আলীকে রক্তাক্ত করার সত্যতা প্রমাণিত হওয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ওয়ার্ড দলনেত্রী পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে সে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ অভিযোগ দায়ের করেন। মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট।


©মানবজমিন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url