ভিডিপি দলনেতা কর্তৃক চোর আটক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যরা জননিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তাসহ সামাজিক সচেতনতামুলক কার্যক্রমের মাধ্যমে মানব নিরাপত্তার সকল ক্ষেত্রে অবদান রেখে চলেছে। গতকাল ২৯/১০/২০২৪ ইং তারিখে বরগুনা জেলার আমতলী উপজেলাধীন কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া এলাকা হতে অদ্য ২১:১০ ঘটিকায় ইউনিয়ন দলনেতা মোঃ নাছির উদ্দীন ও ভিডিপি সদস্য মোঃ ইমাম হোসেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে ডিস লাইনের কেবল চুরি করার সময় কেবল সহ জুয়েল (২৫) নামের এক যুবককে আটক করেন। প্রায় ৩০০-৩৫০ গজ কেবল যার বাজার মূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা।
এমন জনসম্পৃক্ত কাজে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যবৃন্দ যাতে আরো যুগোপযোগীভাবে অবদান রাখতে পারেন সেই লক্ষ্যেই ভিডিপি সংক্রান্ত প্রশিক্ষণ নীতিমালায় আনা হচ্ছে ব্যাপক সংস্কার। মাটি ও মানুষের প্রতীক হিসেবে জনগনের পাশে দাড়ানোর জন্য বাহিনীর মহাপরিচালক মহোদয় এধরনের কাজে সকল ভিডিপি সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। যে সকল নিবেদিতপ্রাণ ভিডিপি সদস্য কৃতিত্বের পরিচয় দিচ্ছে, বাহিনীর জন্য সুনাম বয়ে আনছে, তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
