আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন

 


আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মীর মোফাজ্জল হোসেন। মঙ্গলবার (২২ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতির আগে তিনি সোনালী ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ২০২১ সালে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংক পিএলসিতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি সিনিয়র অফিসার হিসেবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন সময়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

মীর মোফাজ্জল হোসেন নরসিংদীর পলাশে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।    


©দেশ রূপান্তর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url